বাংলাদেশের নায়িকা পরীমনি (Parimoni) কে নিয়ে এখনো অব্দি নানা জলঘোলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
কিন্তু এবার তার জন্য রয়েছে সুখবর কারণ পরিমনির আবেদনের ভিত্তিতে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছে বাংলাদেশ হাইকোর্ট।
যদিও জানা যাচ্ছে বাংলাদেশের নায়িকা হাসপাতালে ভর্তি আছে।
রবিবার বিকেলে এই অভিনেত্রী ফেসবুকের তার হাতের ছবি প্রকাশ করেন তা থেকে স্পষ্টই বোঝা যায় যে তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে।
পরবর্তীকালে পরিচালক চয়নিকা চৌধুরী নিশ্চিত করেন এবং তার ফেসবুক পোস্ট থেকে জানা যায় যে নায়িকার (Parimoni) হিমোগ্লোবিন লেভেল এবং ব্লাড প্রেশার অনেক কম।
সেই কারণে মাথা ঘুরে তিনি পড়ে যায়, এই মুহূর্তে তাঁর স্যালাইন চলছে।
অন্তঃসত্ত্বা পরীমনিকে চয়নিকা সহ বহু মানুষই শুভকামনা জানিয়েছে।
তবে এর মধ্যে আগামীকালের দিনটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
গতবছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী গ্রেপ্তার হয়েছিলেন পরীমনি ৩১ শে আগস্ট মামলার তদন্ত হওয়ার পর জামিন পেয়েছিলেন।
পরে তাকে আরো অনেক বার হাজির হতে হয়েছে আদালতে।
৩০ শে জানুয়ারি হাইকোর্টে যান পরীমনি (Parimoni) মামলা বাতিলের আবেদন করে।
মঙ্গলবার তার আবেদন মেনে কি আদেশ দেবে হাইকোর্ট সেটাই এখন দেখার।
আরও পড়ুন : Priyanka Mitra : প্রযোজকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ !