রামপুরহাটের বগটুইয়ে গণহত্যা কাণ্ডের (Bagtui Genocide)ঘটনায় সরগরম বাংলার রাজনীতি।কলকাতা হাইকোর্ট থেকে এই ঘটনার সম্পূর্ন তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে।আর সেইমতো শনিবারই ঘটনাস্থল পরিদর্শনে যান সিবিআই দল।

 

 

সূত্র মারফত খবর আজ অর্থাৎ রবিবার থেকেই বয়ান রেকর্ড প্রক্রিয়া শুরু করে দেবে কেন্দ্রের এই তদন্তকারী সংস্থা।ডিআইজি-সিবিআই অখিলেশ সিংয়ের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল তিন ভাগে ভাগ হয়ে তদন্তের কাজ চালিয়েছে। পুড়ে যাওয়া বাড়িগুলি ঘুরে দেখেছেন অফিসাররা। পুড়ে যাওয়া বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহ করেছেন সিবিআইয়ের ফরেন্সিক টিমের সদস্যরা। তবে এবার ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড প্রক্রিয়া শুরু হতে চলেছে।

 

 

জানা যায় অগ্নিদগ্ধ হয়ে রামপুরহাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট চারজন।এর মধ্যে দু’জনের বয়ান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। কারণ ঘটনার দিন এই দু’জনকেই দমকলের কর্মীরা উদ্ধার করতে পেরেছিলেন। ফলে এই দুই প্রত্যক্ষদর্শীর বয়ান খুব গুরুত্বপূর্ণ।ঠিক কী ঘটেছিল সেদিন? হামলা চালাতে কারা এসেছিল?হামলাকারীরা কি পরিচিত ছিল?এই সব বিষয় জানতে চাওয়া হতে পারে বগটুই কাণ্ডে জখমদের কাছ থেকে। এরই পাশাপাশি এই ঘটনায় তৃণমূলের রামপুরহাট ব্লক সভাপতি আনারুল হোসেনের ভূমিকা সম্পর্কেও তাঁদের কাছে জানতে চাওয়া হবে। তাঁদের দেওয়া সব বয়ানই রেকর্ড করবে আজ সিবিআই বলে জানা যাচ্ছে।

 

আরো পড়ুন:Bugatui:রামপুরহাট গণ হত্যাকাণ্ডের নয়া মোড়, প্রভাবশালী নেতার সঙ্গে কথা হয়েছিল আনারুলের