রামপুরহাট (Rampurhut) কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্বতঃপ্রণোদিত মামলায় রায় ঘোষণা করে শুক্রবার হাইকোর্টের ডিভিশন

বেঞ্চ জানায়, বিচার এবং সত্য উদঘাটনের জন্য সিবিআই এই মামলার তদন্ত করবে।

ন্যায়বিচারের স্বার্থে সিবিআইয়ের হাতে এই তদন্ত ভার তুলে দেওয়া হল। সিবিআই তদন্ত করে ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে।’

আদালতের নির্দেশ, রামপুরহাট (Rampurhut) কাণ্ডে রাজ্য যে SIT গঠন করেছিল, তারা আর এই মামলার তদন্ত করতে পারবে না। সিবিআইয়ের হাতে ধৃতদের তুলে দিতে হবে।

উল্লেখ্য, বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে আট জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় আগেই স্বতঃপ্রণোদিত মামলা গ্ৰহণ করেছিল আদালত।

ঘটনাস্থলে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সাক্ষীদের নাম লেখা যাবে না নির্দেশ দেন প্রধান বিচারপতি।

এছাড়াও জেলা জজের সঙ্গে আলোচনা করে গ্ৰামবাসীদের সুরক্ষার ব্যবস্থার কথা বলে আদালত।

এদিকে, কেন্দ্রীয় ফরেনসিক দল আজই বগটুই যাচ্ছে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে।

প্রসঙ্গত, তৃণমূল নেতা ভাদু শেখের হত্যার সন্দেহজনক পরিণতিতে

মঙ্গলবার ভোরে বগটুই গ্রামে প্রায় এক ডজন বাড়ি আগুনে পুড়ে যাওয়ায় দুই শিশু সহ আটজন মারা গেছে।

ভাদু ছিলেন বারশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দিনই ১১ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার আরও নয়জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।