সংসদে বগটুই কাণ্ডে সংসদ ক্ষোভ উগরে দিল বিজেপি (BJP)। শুক্রবার সকালে রাজ্যসভার অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতুবি হয়ে যায় বিজেপি সাংসদদের হই-হট্টগোলে।
বিজেপি (BJP) সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সংসদে।
তিনি বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই। গণহত্যা হচ্ছে সেখানে, মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে।’
এদিন জিরো আওয়ারে রাজ্যসভার অধিবেশন শুরু হতেই বগটুই নিয়ে সংসদ উত্তাল করে বিজেপি।
আট জনকে পুড়িয়ে খুনের ঘটনায় রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করেন তিনি।
তাঁর দাবি, ‘মানুষ মারা যাচ্ছে, মানুষ পালিয়ে যাচ্ছে। আমরা চাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক। এ রাজ্য আর মানুষের বাসযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের মন পাথরের নয়। কিন্তু এই নির্বিচারে গণহত্যা আমাদের মনকে কাঁদিয়ে তুলছে। রাষ্ট্রপতি শাসন জারি না হলে বাংলায় আরও গণহত্যা হবে।’
বিরোধী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন বলেন, ‘মহামান্য আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
বিচারব্যবস্থা রাজ্য পুলিশের প্রতি কোনও আস্থা রাখে না, এই সিদ্ধান্ত আরও একবার সেটাই প্রমাণ করে দিল।’
তবে বগটুইয়ের ঘটনায় সিবিআইকে সবরকম সহযোগিতা করবে রাজ্য, এমনই জানিয়েছেন এই তৃণমূল নেতা।