মূল ম্যাচের আগেই অনুশীলন ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের মধ্যেই দু’টি দলে ভাগ হয়ে গিয়েছিলেন খেলোয়াররা। আর সেই অনুশীলন ম্যাচেই ব্যাটে-বলে অনবদ্য খেলল ভেঙ্কটেশ আয়ার (Venkatesh Iyer)।
আরও পড়ুন: IPL 2022: প্রথমবার আইপিএলের মঞ্চে বাংলার ছেলে ঋত্বিক
সূত্রের খবর, অনুশীলন ম্যাচের একটি দলের নাম ছিল টিম গোল্ড, অন্যটি ছিল টিম পার্পেল। টিম গোল্ডকে নেতৃত্ব দিচ্ছিলেন শ্রেয়স আয়ার। সেই দলে ছিলেন ভেঙ্কটেশ আয়ার (Venkatesh Iyer), অজিঙ্ক রহাণে, নীতীশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেলরা। অন্য দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন শেল্ডন জ্যাকসন। সেই দলে ছিলেন রিঙ্কু সিংহ, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা করুণারত্নেরা। প্রথমে ব্যাট করে জ্যাকসনরা ১৭৫ রান তোলে। ২৫ বলে ৪৪ রান করেন রিঙ্কু। জ্যাকসন করেন ৩২ রান। পাঁচ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলেন তাঁরা। ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে তিন উইকেট নেন ভেঙ্কটেশ।
আরও পড়ুন: MS Dhoni: ১৪ বছর পর সিএসকের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি
অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রেয়সের দল করে ২০৪ রান। ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। যদিও অনুশীলন ম্যাচ বলে জয় পরাজয়ের হিসেব করেনি কলকাতা।