বর্তমানে প্রত্যেকদিনই রাজনৈতিক প্রতিহিংসার কথা শোনা যাচ্ছে।আর এমন পরিস্থিতিতে এক অন্য রকম চিত্র দেখা গেলো মেদিনীপুরে (Medinipur)।সূত্রের খবর মেদিনীপুরে ফুটওভার ব্রিজ উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল সাংসদ দিলীপ ঘোষ এবং বিধায়ক জুন মালিয়াকে। রবিবার সকালে ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন দু’জনে।
জানা যায় রবিবার মেদিনীপুর (Medinipur) স্টেশনে ফুটওভার ব্রিজ উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানে স্থানীয় সাংসদ হিসাবে আমন্ত্রণ পান দিলীপ ঘোষ এবং বিধায়ক জুন মালিয়া। সাংসদ বিজেপির সদস্য। তবে বিধায়ক ঘাসফুল শিবিরের কর্মী। সেক্ষেত্রে রাজনৈতিক মতবিরোধ রয়েছে দু’জনের। তা সত্ত্বেও রেলের অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল দিলীপ ঘোষ এবং জুন মালিয়াকে। মঞ্চে ওঠার আগে দুই দলের কর্মী-সমর্থকরা রাজনৈতিক স্লোগান দেন। একইসঙ্গে জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়। তারই মাঝে প্রদীপ জ্বালিয়ে, ফিতে কেটে উদ্বোধন করেন তাঁরা।
তৃণমূল বিধায়ক জুন মালিয়া এদিন রেলপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন, “উন্নয়নে যাতে বাধা না পড়ে সেদিকে খেয়াল রাখব। বাংলা, দেশের উন্নয়নমূলক কাজে রাজনীতি করা উচিত নয়। তাই রাজনীতির রং না দেখে সাংসদের সঙ্গে একই মঞ্চে এসেছি।” তবে রেলের অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগানের বিষয়ে মুখ খোলেন জুন। তিনি জানান, “এগুলিতে আমি বেশি গুরুত্ব দিই না।”যদিও মঞ্চে উঠে রাজ্য সরকারকে ঈষত্ খোঁচা দিতে ছাড়েননি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “কেন্দ্রের সরকার অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক এবং সাংসদকে ডাকে তা তিনি যে দলেরই হোন না কেন। রাজ্য সরকারের এটা দেখে শেখা উচিত। এখানকার সরকার বা পার্টি সেটা শিখতে চায় না।”
আরো পড়ুন:East Midnapore: ভাড়াটে খুনি দিয়ে তৃণমূল নেতাকে খুনের পরিকল্পনা