চতুর্থ সপ্তাহে পা দিলো ইউক্রেন-রাশিয়ার(Russia-Ukraine) যুদ্ধ। এরমধ্যে একাধিকবার দুই দেশ আলোচনায় বসলেও কোন সমাধানসূত্র মেলেনি। আলোচনা চলাকালীনই ইউক্রেনের বিভিন্ন বড় বড় শহরে বিধ্বংসী হামলা চালিয়েছে রুশ সেনা। আর এবার রুশ গোলার আঘাতে ধ্বংস হল ইউরোপের সর্ববৃহৎ স্টিল প্লান্ট।

ইউক্রেনের আইনসভার সদস্য লেসিয়া ভ্যাসিলেঙ্কো(Lesia Vasylenko)-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে কিভাবে রুশ গোলার আঘাতে(Russia-Ukraine) বিস্ফোরণের পরে দাউদাউ করে জ্বলছে আজোভস্তল(Azovstal)-এর স্টিল প্লান্ট। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের পরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্টিল প্লান্টটি।

স্টিল প্ল্যান্টের ভেতর কোক ওভেন ব্যাটারি থেকে বিপদ বাড়ার সম্ভাবনা ছিল। কিন্তু প্লান্টের ডিরেক্টর জেনারেল এনভের স্কিতিশভিলি জানিয়েছেন প্লান্ট এর ব্লাস্ট ফার্নেস আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, তাই সেই ধরনের বিপদের কোনো সম্ভাবনা নেই। তিনি আরও জানিয়েছেন, ‘আমরা আবার এই শহরে ফিরব। নতুন করে গড়ে ,তুলব সব কিছু।’

ইতিমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলায় ক্ষতবিক্ষত মারিউপোলের বিষয়ে জাতির উদ্দেশে ভাষণে এক ভিডিও বার্তা প্রকাশ করে সেখানে বলেন, ‘একটা শান্তিপূর্ণ শহর কী ভাবে দখলদারদের হাতে পড়ে আতঙ্কের শহর হয়ে উঠল ইতিহাস বহু শতাব্দী ধরে তা মনে রাখবে।’

এছাড়াও মস্কোর উদ্দেশ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি ভিডিওবার্তা আরও বলেছিলেন, ‘আমি চাই এই কথা সবাই শুনুক, বিশেষ করে মস্কো। আবার আলোচনায় বসার সময় হয়েছে। আসুন আমরা কথা বলি। এবার ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সময় এসেছে। এখন ইউক্রেনের জন্য ন্যায়ের সময় এসেছে। আর এমনটা না হলে রাশিয়া এমন মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে যা তারা কয়েক প্রজন্মেও পূরণ করতে পারবে না।’