দ‍্যা কাশ্মীর ফাইলস‘ নিয়ে টুইট করলেন তথাগত রায় (Tathagata Roy)। মুক্তির আগে থেকেই বিতর্ক দানা বেঁধেছিল।

বর্তমানে দেশে আলোড়ন সৃষ্টি করেছে’ দ‍্যা কাশ্মীর ফাইলস’।

নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের গনহত্যার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে সিনেমায়।

এতটাই বাস্তবায়িত হিসেবে তুলে ধরা হয়েছে কাশ্মীরের ঘটনা গুলি যা দেশবাসীকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে।

কাশ্মীর ফাইলস মুক্তির পর থেকে একদিকে যেমন বিজেপি নেতৃত্বরা প্রশংসা করছেন তেমনি কংগ্রেস সরকারের এই সিনেমা দেখতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন সত্যকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সদ্য মুক্তি পাওয়া কাশ্মীর নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে দেশজুড়ে।

পদ্ম শিবিরের বঙ্গীয় নেতারা সিনেমা ঘিরে বেশ উচ্ছ্বসিত। এবার এই বিষয়ে একটি ট‍্যুইট করেছেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)।

তিনি ট‍্যুইটে লিখেছেন,’ গতকাল ‘কাশ্মীর ফাইলস ‘দেখে এলাম। তারপর রাত্রে ভালো ঘুম হয়নি।

মানুষের উপর মানুষের অত্যাচারে বহু কাহিনী পড়েছি এবং তার উপর ভিত্তি করা চলচ্চিত্র দেখেছি। পড়ার মতো কাহিনী ‘killing fields’,’A problem from hell’,The blood telegram ‘।

সিনেমাটাতে দেখানো হয়েছে কতজন হিন্দু মারা গিয়েছিল কতজন মুসলিম মারা গিয়েছিল তার একটা পরিসংখ্যান পর্যন্ত তুলে ধরে বোঝানোর চেষ্টা চলেছে।

বিজেপির অভিযোগ কংগ্রেস কাশ্মীরের ইতিহাস জানে না। তবে এই চলতে থাকা রাজনৈতিক চাপান-উতোরের মধ্যে বক্সঅফিসে দারুন সাফল্য দেখছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা।