লন না পাওয়ায় রাতের অন্ধকারে এটিএম(ATM) ভাঙার চেষ্টায় গ্রেফতার করা হলো এক যুবককে । ঘটনাটি ঘটেছে আলিপুর থানার অন্তর্গত এলাকায়। চিড়িয়াখানা উল্টোদিকে এটিএমে অস্বাভাবিক কাজকর্ম করতে দেখে স্থানীয়রা আলিপুর থানায় খবর দেন। ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

 

স্থানীয় সূত্রে জানা যায় রাত ন’টা নাগাদ 1 ফুট লম্বা লোহার শিক নিয়ে এটিএম(ATM) ভাঙার চেষ্টা করে। সেই সময় এটিএমের গার্ড খাবার আনতে গিয়েছিল। সে পাশের চায়ের দোকান উনুন ভাঙ্গে এবং সেখান থেকে রড এনে এটিএম ভাঙার চেষ্টা করে ।

 

পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের নাম গনেশ ডোম। যুবকটি আমহার্স্ট স্ট্রিট থানার এলাকার বৈঠকখানা বাজারের বাসিন্দা। তদন্তে জানা যায় ব্যাংকের কর্তৃপক্ষ তার ঋণের আবেদন নাকচ করায় এটিএম ভাঙচুর করার চেষ্টা করেছে। এমনকি এও জানা যায় তার আগে তিনি নিজস্ব এটিএম কার্ড থেকে ৫০০ টাকা তোলেন তারপর সেই এটিএমের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরা তে এটিএম(ATM) স্লিপ লাগিয়ে দেন সেই যুবক। ঘটনা এটিএম ভাঙতে সক্ষম না হলেও গনেশকে পুলিশ গ্রেপ্তার করেন। এবং পুরো ঘটনার পেছনে আরো কি তথ্য লুকিয়ে আছেন তার তদন্ত শুরু করেন আলিপুর থানার পুলিশ।

আরও পড়ুন Swasthya Sathi: স্বাস্থ্যসাথী পরিষেবা দিতে পারবে না বলে রাজ্য কে চিঠি বেসরকারি হাসপাতালগুলির।