ভারতীয় টেস্ট দলের প্রথম এগারোয় জায়গা নিশ্চিত আছে মহম্মদ শামির (Md Shami)। তবুও বহুদিন তিনি দেশের সাদা বলের ক্রিকেটে সুযোগ পাননি। গত বছর টি-২০ বিশ্বকাপে শেষ বার সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে খেলেছিলেন শামি। তাই এইবারের আইপিএলে ভালো বল করতে হবে তাঁকে। তবেই শামির জন্য খুলতে পারে জাতীয় দলের দরজা।
তবে এই মুহূর্তে কুড়ি-বিশের ক্রিকেটে ভারতীয় দলে প্রথম এগারোয় সুযোগ পাওয়ার জন্য জোরে বোলারদের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি। যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, হর্ষল পটেল, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খানদের টপকে শামির (Md Shami) সুযোগ পাওয়া কঠিন। তার প্রধান কারণ শামির বলের লেংথ। টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ লেংথে বল করেন শামি। কিন্তু সেই লেংথ টি-২০ ক্রিকেটে ব্যাটারের রান তোলার জায়গা। সেই তুলনায় তরুণ বোলারদের হাতে নানা রকমের অস্ত্র থাকে।
আরও পড়ুন: KKR: ২০২২ আইপিএল-এ নতুন জার্সির উন্মোচন করল KKR
সূত্রের খবর, বিসিসিআই-এ নির্বাচকদের নজরে টি-২০ দলের জন্য শামি (Md Shami) এই মুহূর্তে নেই। তাই আইপিএলে ভালো খেলা তাঁর কাছে আরও বেশি জরুরি। কারণ আইপিএল শেষ হওয়ার পরেই টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে ভারত। আইপিএলে যাঁরা ভাল খেলবেন তাঁরা দলে সুযোগ পাওয়ার বেশি কাছে থাকবেন।