গভীর রাতে হুগলি নদীতে ডায়মন্ড হারবার পুলিশ পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার (rescue)করলো প্রায় ৮ হাজার লিটার চালাই ও দেশী মদ। ঘটনাটি ঘটেছে ফলতা থানার মাছঘাটা কাছে হুগলি নদীতে। ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং এই চক্রের সাথে আরও কারা যুক্ত তা তদন্ত করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় তারা গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান শুরু করেন। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে পুলিশ বাহিনী নিয়ে নেমে পড়েন উদ্ধারে(rescue) । বিপুল পরিমাণে চোরাই ও দেশী মদ উলুবেড়িয়া ঘাট থেকে রওনা হয়ে হুগলি নদী হয়ে সোজা কুলপির দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের পুরো পরিকল্পনার ওপর জল ঢেলে দেই ডায়মন্ড হারবারের পুলিশ।
জানা যায় ধৃতের নাম মোহন চক্রবর্তী ও বিভাস কয়াল। এরা দুজনাই সম্ভবত উলুবেড়িয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় এদের বিরুদ্ধে মাদক পাচার সহ একাধিক ধারায় মামলায় অভিযুক্ত রয়েছে। সব মিলিয়ে নৌকা থেকে প্রায় ৪০০টি জার উদ্ধার(rescue) হয় এবং প্রত্যেকটা জারে প্রায় কুড়ি লিটার করে চোরাই মদ ছিল। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন Swasthya Sathi: স্বাস্থ্যসাথী পরিষেবা দিতে পারবে না বলে রাজ্য কে চিঠি বেসরকারি হাসপাতালগুলির।