পানহাটির কাউন্সিলর অনুপম দত্তের (Anupam Dutta) মৃত্যুকে এখনো মেনে নিতে পারছেন না কেও। এখনো শোকাহত পুরো পানিহাটি এলাকা।আর তার মৃত্যুর কারণে এবার বন্ধ রাখা হয় দোল উৎসব।

স্থানীয় বাসিন্দারা বলেন,যিনি নিজের উদ্যোগে প্রতি বছর এলাকার বাসিন্দাদের নিয়ে রং খেলায় মেতে উঠতেন তিনিই নেই।তাই এই বছর ওই এলাকায় রং খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দোল উত্‍সবের কথা ভুলে স্থানীয় বাসিন্দাদের মূলত এখন একটাই দাবি করেছেন, অনুপম দত্তের হত্যাকাণ্ডের সঙ্গে যে বড় মাথারা জড়িত, তাদেরকেও গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য আজ উত্‍সবের রঙে রঙিন গোটা রাজ্য।কিন্তু উত্‍সবের রঙের মাঝে বেরঙিন পানিহাটি এলাকা। গত বছরও দোল উত্‍সবকে ঘিরে অনুপম দত্তের উদ্যোগে এই এলাকায় সাজো সাজো রব ছিল। রং খেলায় মত্ত ছিল সকলেই।জানা যায় এবারও শুরু হয়েছিল তোড়জোড়। কিন্তু, তার আগেই গত রবিবার নিজের পাড়ায় খুন হয়ে যান পানহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।তাই  আজ সকাল থেকেই দেখা যাচ্ছে পানিহাটি এলাকার রাস্তাঘাট পুরো শুনশান,থমথমে।

সূত্রের খবর অনুপম দত্তের (Anupam Dutta) হত্যার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনুপমের হত্যাকারীদের শাস্তির দাবিতে এলাকায় মোমবাতি মিছিলও করেছেন স্থানীয় বাসিন্দারা।জানা যায় ইতিমধ্যে পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে দু’জনকে গ্রেফতার করা হলেও, ধরা পড়েনি মূল চক্রী।তবে তার খুনের মামলায় উদ্ধার হল আরও একটি আগ্রেয়াস্ত্র।

আরো পড়ুন : MS Dhoni: দোল উপলক্ষ্যে ধোনি সবার জন্য খুলে দিলেন নিজের বাগানবাড়ি