মহিলা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরানের নজির গড়েছিলেন স্মৃতি মন্ধানা। শতরান করেছিলেন হরমনপ্রীত কৌরও (India Women’s Cricket Team)। কিন্তু তাঁরা ব্যর্থ ইংল্যান্ডের বিরুদ্ধে। হারের জন্য উপরের সারির ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করলেন ভারতের অধিনায়ক মিতালি রাজ এবং বোলার ঝুলন গোস্বামী।

সূত্রের খবর, ইংল্যান্ডের কাছে হারের পর মিতালি বলেন, “যে রকম চেয়েছিলাম, পিচ তেমনই ছিল। তা-ও উপরের সারির ব্যাটাররা জুটি গড়তে পারেনি। দুশোর বেশি তুলতে পারলে ম্যাচের ফল অন্য রকম হত। ফিল্ডিং ভাল হচ্ছে। কিন্তু ব্যাটিং এখনও চিন্তায় রেখেছে আমাদের।” স্মৃতি ছন্দে থাকলেও আর এক ওপেনার যস্তিকা ভাটিয়া বা মিতালি নিজেও কিন্তু বড় রান পাননি শেষ তিন ম্যাচে। (India Women’s Cricket Team)

আরও পড়ুন: Rape: ৪ বছরের শিশুকে ধর্ষণ, গণধোলাইয়ে মৃত্যু ধর্ষণকারীর

পাশাপাশি, সাংবাদিক বৈঠকে এসে ঝুলন গোস্বামী বলেন, “সত্যি বলতে, আমাদের উপরের সারির ব্যাটাররা এখনও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। পরিকল্পনা কাজে লাগাতে পারছি না আমরা। তবে অতীতে ওরা ভাল খেলেছে। আশা করি আগামিদিনে ওদের থেকে বড় ইনিংস পাব।”