টেস্ট ক্রিকেটে বড়ো নজির বুমরার (Jasprit Bumrah)। বেঙ্গালুরুতে তিনি নিয়েছেন ৮ উইকেট। টেস্টে বোলারদের তালিকায় প্রথম পাঁচে ঢুকলেন বুমরা। টেস্টে বোলারদের তালিকায় ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের কাইল জেমিসন, টিম সাউদি, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, নিউজিল্যান্ডের নীল ওয়াগনার ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।

বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ফলে বোলারদের তালিকায় উন্নতি হয়েছে তাঁর। ১০ নম্বর থেকে এক লাফে ৪ নম্বরে উঠে এসেছেন বুমরা। তাঁর পয়েন্ট ৮৩০।

আরও পড়ুন: Jhulan Goswami: মহিলা ক্রিকেট বিশ্বকাপে নতুন রকর্ড ঝুলনের!

টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর পয়েন্ট ৮৯২। দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরার (Jasprit Bumrah) সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টেই ভালো বল করায় তালিকায় উন্নতি হয়েছে তাঁর। অশ্বিনের পয়েন্ট ৮৫০। তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। তিনি পেয়েছেন ৮৩৫ পয়েন্ট। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির পয়েন্ট ৮২২।

আরও পড়ুন: Rohit Sharma: শ্রীলঙ্কাকে হারিয়ে রাতেই মুম্বাই উড়ে গেলেন রোহিত