গরুপাচার কাণ্ডে ফের সিবিআইয়ের (CBI) কাছে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে চার বার হাজিরা এড়ালেন তিনি।

মঙ্গলবার নিজাম প্যালেসে তিনি সশরীরে যাননি, পাঠিয়েছেন তাঁর আইনজীবীকে। আইনজীবী মারফত্‍ সিবিআইয়ের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

সূত্রের খবর, আইনজীবী মারফত্‍ চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে আরও কিছুটা সময় চেয়েছেন কেষ্ট।

তাঁর আইনজীবী জানিয়েছেন, হাইকোর্টে তাঁর দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে যাবেন না তিনি।

কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে মামলা করেছেন অনুব্রত মণ্ডল। সিঙ্গেল বেঞ্চে সেই আর্জি খারিজ হয়ে গেছে। তারপর মামলা করা হয়েছে ডিভিশন বেঞ্চে।

আগামী বুধবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিবিআইয়ের কাছে হাজিরা দিতে নারাজ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

সেই সময় তিনি চেয়ে নিয়েছেন নিজাম প্যালেসের কাছে। গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে এর আগেও তলব করেছিল সিবিআই (CBI)।

তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন।

পরপর চার বার সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি তিনি। মঙ্গলবার আইনজীবীর হাতে চিঠি পাঠালেন।