মুর্শিদাবাদের (murshidabad)বড়ঞায় দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। সোমবার সকালে যাত্রা দেখতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের লোকজনের সাথে দেখা করতে আসেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা।

ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের (murshidabad) বড়ঞা থানার কুলি সাঁইথিয়া রাজ্যে সড়কের মোড্ডা এলাকায়। জানা গিয়েছে বড়ঞা থানার অন্তর্গত তালোঞা গ্রামে যাত্রা শুনতে এসেছিল ওই চার যুবক এবং বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনাটি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা মারে মোটরবাইকটি। বাইকে ছিল চারজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

তদন্ত সূত্রে জানা যায় চার জনই মত্ত অবস্থায় ছিলো এবং কারো মাথায় হেলমেট ছিল না। মৃত ব্যক্তির নাম দীপ বাগ্দী পেশায় রাজমিস্ত্রী,বাড়ি বেলগ্রাম, কল্যান দাস , বিদ্যুৎ বাগ্দী তালোঞা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র রনিত মাঝি।

ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং ময়নাতদন্তের জন্য এই চার জনের মৃতদেহ মুর্শিদাবাদের(murshidabad) কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকায় ।

আরও পড়ুন  Sexual harassment: আয়ার কাজ করতে গিয়ে যৌনহেনস্থার শিকার