এর আগে রাশিয়া নিষিদ্ধ করেছে ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয় অ্যাপকে। যুদ্ধের ব্যাপারে ভুয়ো খবর ছড়ানো, ও অসহিষ্ণুতার কারণ দেখিয়ে রাশিয়া এই পদক্ষেপ গ্রহণ করেছিল। আর আজ থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম(Instagram) রাশিয়াতে বন্ধ হল। ইনস্টাগ্রামের বিরুদ্ধে মস্কোর অভিযোগ ছিল যে ইন্সটাগ্রাম(Instagram) এর মূল সংস্থা মেটা(META) তার প্লাটফর্মে রাশিয়ানদের হিংসাত্মক আক্রমণ নিয়ে পোস্ট করছে।
রাশিয়ায় ইনস্টাগ্রামের অ্যাকসেস ব্লক করার বিষয়ে শনিবার ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছিলেন, ‘সোমবার, রাশিয়ায় ইনস্টাগ্রাম ব্লক করা হবে। এই সিদ্ধান্ত রাশিয়ার ৮০ মিলিয়ন নাগরিককে একে অপরের থেকে দূরে সরিয়ে দেবে। শুধু তাই নয়, বাকি বিশ্বে বসবাস করা রাশিয়ানদের ৮০ শতাংশ এর ফলে ভুক্তভুগি হবেন। এটা ভুল।’
অন্যদিকে ইন্সটাগ্রাম(Instagram) এর মূল সংস্থা মেটা-র গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ তার বিবৃতিতে জানিয়েছেন তারা কোনো রাসোফোবিয়া বা রাশিয়ানদের প্রতি অসহিষ্ণুতা বা হয়রানি সহ্য করবে না। তিনি আরও জানিয়েছেন, ‘কোম্পানি তাদের দেশের সামরিক আক্রমণের প্রতিক্রিয়ায় আত্মরক্ষার অভিব্যক্তি হিসাবে মানুষের বাক স্বাধিনতার অধিকার রক্ষায় মনোযোগ দেয়।’
জানা যাচ্ছে ফেসবুক ও ইন্সটাগ্রাম(Instagram) এর মূল সংস্থা মেটা তার ঘৃণামূলক বক্তব্য নীতি শিথিল করেছে। রাশিয়ায় বিপুল সংখ্যক ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর রয়েছে। তাই ইনস্টাগ্রাম ব্লক করার পর রাশিয়ার ৮০ মিলিয়ন নাগরিককে একে অপরের থেকে দূরে সরিয়ে দেওয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে তরুণ তরুণীদের প্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম।