গতকাল বেঙ্গালুরুতে ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ইনিংসের শুরুতেই বিরাট  ছক্কা মারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বল গিয়ে পড়ে দর্শকদের মধ্যে। সেই বলের আঘাতেই নাক ফাটল এক দর্শকের। যার জেরে তাঁকে নিয়ে যেতে হয় হাসপাতালেও। ঘটনাটি ঘটে ম্যাচের ষষ্ঠ ওভারে। পাশাপাশি ঘটনাটিকে নিয়ে বেশ চাঞ্চল্যও ছড়ায়।

শ্রীলঙ্কার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্ডোর বল ডিপ মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে মারেন রোহিত (Rohit Sharma)। ফলে সেই বল গিয়ে এক দর্শকের নাকে লাগে বলে জানা গিয়েছে। তাঁর নাক ফেটে রক্ত পড়তে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা হয় সেই ব্যক্তির।

সূত্রের খবর, আহত দর্শক ২২ বছরের এক তরুণ। তাঁর নাম জানা যায়নি। যে হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসক অজিত বেনেডিক্ট রায়ান জানিয়েছেন, তরুণের নাকের উপরের অংশ কেটে গিয়েছে। এক্স-রে করে দেখা গিয়েছে তাঁর নাকের হাড় ভেঙেছে।

ফার্নান্ডোকে ছক্কা মারলেও প্রথম ইনিংসে বড় রান পাননি রোহিত (Rohit Sharma)। ২৫ বলে ১৫ রান করেন তিনি। একটি চার ও একটি ছক্কা মারেন।