সম্প্রতি রাশিয়ার সেনা মারিউপোলে এক শিশু হাসপাতালের উপর বোমাবর্ষণ করে। শুধু শিশু হাসপাতালে নয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং শিক্ষাক্ষেত্রের উপরেও তারা বোমাবর্ষণ এবং অনবরত গুলিবর্ষণ করে চলেছে। রুশ সেনাদের হামলায় আহত হয়েছে ইউক্রেনের স্বাস্থ্যপরিষেবা। এমনকি রুশ সেনাদের এই আক্রমণে হতাহত হয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মী। আর এবার সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু(WHO)।
হু(WHO) অভিযোগ করেছে, ‘এই হামলার জন্য অন্তত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৮ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। মৃতদের মধ্যে ২ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে এই হামলা চালিয়েছে রাশিয়া।’
সম্প্রতি এক মার্কিন প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে যে ইউক্রেনের ওপর জৈব এবং রাসায়নিক হামলার পরিকল্পনা করছে রাশিয়া। কিন্তু অপরদিকে রাশিয়ার নথি তুলে ধরে অভিযোগ করেছে ইউএস এবং ইউক্রেন যৌথভাবে রাসায়নিক অস্ত্র নিয়ে কাজ করেছে।
বৃহস্পতিবার দুইদেশের বিদেশমন্ত্রীর মুখোমুখি বৈঠকের পর ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন রাশিয়ার সঙ্গে মারিওপোলে একটি মানবিক করিডর ছাড়াও ২৪ ঘন্টার যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। দুই দেশের যুদ্ধে ইউক্রেন থেকে উদ্বাস্তু হয়েছে প্রায় ১৭ লক্ষ মানুষ।