রাশিয়ার ইউক্রেনে(Russia-Ukraine) সামরিক অভিযানের পরেই বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ার ওপর। নেটফ্লিক্স, টিকটক-এর মত জনপ্রিয় অ্যাপ ব্যবসা গুটিয়েছে রাশিয়া থেকে। আর এবার রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করল ম্যাকডোনাল্ডস, কোক, পেপসির মতো সংস্থাগুলি।
রুশ সেনা ইউক্রেনে(Russia-Ukraine) অভিযানের পর থেকেই মস্কো থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন মার্কিন বহুজাতিক সংস্থা। এবার সেই দলের নাম লেখালো ম্যাকডোনাল্ডস(McDonald’s), কোক(Coke), পেপসি(Pepsi)। ম্যাকডোনাল্ডসের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কেম্পজিনিস্কি(Chris Kempczinski) তার কর্মীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে বলেছেন ‘আমাদের মূল্যবোধ থেকেই আমরা ইউক্রেনে তৈরি হওয়া অপ্রয়োজনীয় মানবিক যন্ত্রণাকে উপেক্ষা করতে পারি না।’
রাশিয়ায় ম্যাকডোনাল্ডের ৮৫০টি স্টোর বন্ধ করে দেওয়া হলেও সেখানে কাজ করা ৬২ হাজার কর্মীর বেতন যে বন্ধ হবে না এমনটাই আশ্বাস দিয়েছেন ক্রিস। অন্যদিকে পেপসির সিইও রামন লাগুর্তা(Ramon Laguarta) বলেছেন ‘এখন আমাদের ব্যবসার মানবিক দিকটির প্রতি সত্যনিষ্ঠ হতে হবে আগের চেয়ে অনেক বেশি করে।’
জানা যাচ্ছে রাশিয়া ইউক্রেনে(Russia-Ukraine) হামলা করার পর অন্যান্য মার্কিন সংস্থাগুলি যখন রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করছিল তখনো এই সংস্থাগুলি ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তাই এই সংস্থাগুলির উপরে চাপ সৃষ্টি হচ্ছিল ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার। কার্যত চাপের মুখে পড়েই এমন সিদ্ধান্ত নিল ম্যাকডোনাল্ডস, কোক, পেপসির মতো সংস্থা।