রাশিয়া-ইউক্রেন (Russia- Ukraine) যুদ্ধে অশান্ত হয়ে উঠল বাংলা।
সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন! তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার পাল্টা (Russia-Ukraine) অশান্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত বলে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
ফেসবুক পোস্ট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি।ঠিক কী পোস্ট করেছেন মেদিনীপুরের সাংসদ!
এদিন তিনি ফেসবুকে উদ্ধারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘সুদূর ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনছে মোদীজি।
আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু বড় বড় কথা। কোনও ভূমিকা নেই ওর। শুধু নাটক করে বেড়ান। লকডাউনের সময় যখন রাজ্যের মানুষ ও
অন্যান্য রাজ্যে আটকে পড়েছিল তাদের জন্য কেন কোনও ব্যবস্থা নেয়নি তৃণমূল সরকার? বদলে তখন তাদের রাজ্যে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।’
একটি পোস্টে তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানের নাগরিকদেরও ভারত ফিরিয়েছে। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। ভারত সর্বদা প্রতিটি নাগরিককে জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রকে জানিয়েছিলেন, পর্যাপ্ত সংখ্যক বিমানের ব্যবস্থা করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত পড়ুয়াকে ফিরিয়ে আনা হোক।
দিলীপ ঘোষের এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন প্রধানমন্ত্রী কে মোদী না মমতা?
তাহলেই বলুন দায়িত্বটা কার? আর দায়িত্ব পালনে ব্যর্থ হলেও বা দায়ী কে?
আবার একজন লিখেছেন, ভারতীয় ছাত্রছাত্রী এখনও কয়েক হাজারের মতো সেখানে রয়েছেন।
কেউ ইউক্রেনে কেউ সেখান থেকে বেরিয়ে রোমানিয়ায়। কেউ প্রাণ হারাচ্ছে বিদেশের মাটিতে।