ছাত্রজীবনের প্রথম ধাপে রয়েছে মাধ্যমিক পরীক্ষা (Secondary Examination)। গত বছর কোভিডের জেরে অনুস্ঠিত হয়নি মাধ্যমিক পরীক্ষা। তবে এবারের মাধ্যমিক শুরু হচ্ছে আগামী ৭-ই মার্চ সোমবার থেকে। তার আগে শনিবার সাংবাদিক বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, সম্পূর্ণ কোভিড বিধি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষা কেন্দ্রে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে৷ পরীক্ষা কেন্দ্রে সকলকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ পরীক্ষার্থীদের মধ্যে রাখা হবে ৫ ফুট দূরত্ব৷

পাশাপাশি তিনি আরও জানান, কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে, তাদের জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম রাখা হবে৷ সেই রুমে বসেই তারা পরীক্ষা দেবে৷ তাঁর কথায়, শুধু করোনা নয়, এই সময় অনেকের পক্সও হয়৷ সেক্ষেত্রে ওই পরীক্ষার্থীরাও আলাদা ঘরে বসেই পরীক্ষা দেয় এবং পরীক্ষার পর তাঁদের খাতা স্যানিটাইড করে নেওয়া হয়৷ এছাড়া অসুস্থ পরীক্ষার্থীদের জন্য নিকটবর্তী হাসপাতাল বা ব্লক হেলথ সেন্টারেও পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত থাকবে বলে জানান পর্ষদ সভাপতি৷ তিনি জানান, চিকিৎসকদের উপস্থিতিতেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন৷

প্রসঙ্গত, সোমবার সকাল ১১.৪৫ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক৷ বেলা ১২টা থেকে উত্তর লেখা শুরু করবে পরীক্ষার্থীরা। ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। দুপুর ১.১৫ মিনিটের আগে কেউ হল থেকে বেরনোর অনুমতি পাবে না। যদিও আগে শৌচাগার বা অন্য কারণে হলের বাইরে যাওয়ার অনুমতি মিলত ৪৫ মিনিট পরে।