ইউক্রেন ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মমতা বন্দ্যোপাধ্যায়-কে বলতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে এত সময় কেন লাগছে! বুঝতে পারছি না।

কেন্দ্রীয় সরকার আরও তত্‍পর হোক। যদিও কেন্দ্রের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

একইসঙ্গে পড়ুয়াদের উদ্ধার নিয়ে মুখ্যমন্ত্রীকে ইউক্রেন যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, এদিন তিনি এই ইস্যুতে বলেন, ‘ইউক্রেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন। নরেন্দ্র মোদী একমাত্র প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে যিনি ছাত্রদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে এনেছেন।

সেটা ছাত্ররা আরও ভালো বলবে। আসলে তৃণমূল কংগ্রেস ভেবেছিল ওইখানে কিছু লোক মারা যাবে। ওরা রাস্তায় নেমে আন্দোলন করবে। সেই সুযোগ ওরা পেলেন না।

মোদীজীর কুশল নেতৃত্বে কুড়ি হাজার পড়ুয়া আজ সুরক্ষিত। এখন পড়ুয়াদের মা-বাবারা মোদীজীকে আশির্বাদ করছেন।’

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের নিয়ে বাংলায় তথা দেশে রাজনৈতিক উত্তাপ উঠেছে। সেখানে এমন ঘটনাও ঘটেছে, ট্রেনে উঠতে দেওয়া হয়নি।

ট্যাক্সি ভাড়া করে কিয়েভ ছাড়ার চেষ্টা করলেও ফেরত পাঠানো হয় চেকপয়েন্ট থেকে।

ফেরার সময় গাড়ি লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। তিনটি বুলেট ফুঁড়ে দেয় ভারতীয় পড়ুয়া হরজ্যোত্‍ সিংয়ের কাঁধ, বুক এবং হাঁটু।

প্রায় এক সপ্তাহ ধরে হরজ্যোতের ঠিকানা ইউক্রেনের কিয়েভ সিটি হাসপাতাল। মাত্র ২০ মিনিট দূরে ভারতীয় দূতাবাস। বারবার ফোন করা সত্ত্বেও সেখান থেকে কোনও সাড়া মেলেনি।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

২২ ফেব্রুয়ারি থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল।

প্রচুর পড়ুয়া ইতিমধ্যে দেশে ফিরেছেন। সেখানে ভারতীয়দের ফেরাতে ‘অপারেশন গঙ্গা’র দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী তথা অবসরপ্রাপ্ত

সেনাপ্রধান ভিকে সিং বলেছেন, ‘আজ আমরা খবরটা শুনেছি। যুদ্ধে এমনটা হয়েই থাকে।’