যুদ্ধের বিরুদ্ধে, শান্তির দাবিতে মিছিল হল মেদিনীপুরে (Medinipur) শহরে। ‘যুদ্ধ নয় শান্তি চাই’, এই বার্তা ছড়িয়ে দিতে মেদিনীপুর শহরে শান্তি মিছিল করল মেদিনীপুরবাসী। মেদিনীপুরের কলেজ ময়দান থেকে এই মিছিলের সূচনা হয়। মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে পুনরায় কলেজ ময়দানে শেষ হয়।
মিছিলে পা মেলান মেদিনীপুরের (Medinipur) কবি, সাহিত্যিক, শিল্পী, সহ নানা পেশার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। মিছিলে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা লেখিকা রোশেনারা খান। মিছিলে উদ্যোক্তা সমাজকর্মী সঙ্গীতা সিংহ, সঙ্গীতজ্ঞ জয়ন্ত সাহা, সাহিত্যিক বিদ্যুৎ পাল সহ প্রমুখ ও মেদিনীপুর শহরের নাগরিক বৃন্দ।
বিশিষ্ঠ লেখিকা লেখিকা রোশেনারা খান বলেন, আমরা যুদ্ধ চাইনা, শান্তি চাই। একবিংশ শতাব্দীতে সভ্য সমাজে যুদ্ধ জিনিসটা না থাকলেই ভালো।
মূল উদ্যোক্তা সমাজকর্মী সঙ্গীতা সিংহ বলেন, “যুদ্ধ মানেই ধ্বংস, যেটা কখনই কাম্য নয়। আমরা সকলেই বিশ্ব মানবতার পক্ষে।”
আরও পড়ুন : Russia: প্রতিবাদীদের কণ্ঠরোধ! রাশিয়ায় নিষিদ্ধ করা হলো টুইটার, ফেসবুক