মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলারের সঙ্গে তুলনা করে তোপ দাগলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Subhendu)। পাশাপাশি মমতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু।
বারাণসী সফরে বুধবার উত্তরপ্রদেশে যান বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে পা রাখার সঙ্গে সঙ্গে বিক্ষোভের মুখে পড়েন মমতা।
বিজেপি যুব মোর্চা সমর্থকরা তাকে কালো পতাকাও দেখায়। বিক্ষোভ উপেক্ষা করে গঙ্গা আরতিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি বৃহস্পতিবার সপার হয়ে সভায় অংশ নেন। সেখানে মোদী গড়ে দাঁড়িয়ে ‘খেলা হবে’ বলে হুঙ্কার দেন বাংলার মুখ্যমন্ত্রী।
পাশাপাশি আগের দিনের বিক্ষোভের প্রসঙ্গ টেনে এনেও বিজেপিকে নিশানা করেন মমতা।
তিনি (Subhendu) বলেন, বিজেপি কর্মীদের মাথায় ভাংচুর ছাড়া আর কিছু নেই। তিনি বলেন, ‘রাস্তায় আমার গাড়ি আটকে দিয়েছিল, গাড়িতে লাঠি মেরেছিল, ধাক্কা মেরেছিল, আমাকে বলে ওয়াপাস যাও।’
সভামঞ্চের এই ভিডিও ফুটেজ তুলে ধরেই মমতাকে ট্যুইট হামলা করেন শুভেন্দু অধিকারী।
ট্যুইটে তিনি লেখেন, “বিরোধীদের ওপর হামলা পশ্চিমবঙ্গে হয় উত্তর প্রদেশে নয়। যাদের আপনি এই মিথ্যে ভাষণ শোনাচ্ছেন তারাও আপনার সত্য ভালো করে জানে।
কেন বৃথা চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গ হিংসার আঁতুড়ঘর এই ধ্রুব সত্য সবাই জানে। আপনি হিটলারের সমগোত্রীয়, এই তথ্য এখন বহুল প্রচারিত।”
সেইসঙ্গে মমতাকে নিশানা করে তিনি লেখেন, ‘মিথ্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাই, ওনাকে ধাক্কাধাক্কি করার ও গাড়ি ভাংচুরের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনতে।’