তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায় (Mukul Roy) বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েই।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুদ্ধ ঘোষণা করেন তাঁর বিধায়ক পদ খারিজের জন্য আবেদন জানিয়ে।

সেই মামলা হাইকোর্টে ফিরে এল বিধানসভা থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গিয়ে। এবার বিজেপি দ্বারস্থ হয়েছে হাইকোর্টের।

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ আইন প্রয়োগ করার জন্য।

সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি। সেই আবেদন গ্রহণ করেনি সু্প্রিম কোর্ট, বরং পরামর্শ দেয় বিজেপিকে হাইকোর্টে আবেদন করার।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মুকুল রায়ের মুকুল রায় এখনও বিজেপিতেই আছেন। তাই তাঁর পদ খারিজের কোনও প্রশ্ন নেই।

মুকুল রায় (Mukul Roy) এখনও বিজেপির বিধায়ক। ফলে শুভেন্দুব অধিকারীর আবেদন খারিজ হয়ে যায়।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের, তাকে চ্যালেঞ্জ করেই শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্ট মামলা করেছিলেন।

সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হল। হাইকোর্টে এই মামলার শুনানির অপেক্ষায় বিজেপি।

১১ জুন বিজেপি ছেড়ে মুকুল রায় যোগ দেন তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে তৃণমূল কংগ্রেসে বরণ করে নেন।

তারপর মুকুল রায়কে বিজেপি বিধায়ক হিসেবে দেখিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়।

বিধায়ক ও পিএসির চেয়ারম্যান পদ থেকে অপসারিত করার জন্যই কোমর বেঁধে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।