মাসের পর মাস পার হলেও সমবায় সমিতিতে গচ্ছিত টাকা রেখে ঘোর বিপাকে গ্রাহকেরা। টাকা তছরুপের অভিযোগ সমবায় সমিতির তৎকালীন ম্যানেজারের বিরুদ্ধে, টাকা ফেরতের দাবিতে সমিতিতে ঘেরাও করে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) গ্রাহকদের।

বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কৃষিপ্রধান এলাকার মানুষেরা সমবায় সমিতিতে রাখা গচ্ছিত টাকা না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের শ্রীনগর ঠাকুরহাটি সমবায় সমিতির বিরুদ্ধে।

গ্রাহকদের অভিযোগ সমবায় সমিতির তৎকালীন ম্যানেজার খগেন চৌধুরী লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, তার ফল ভুগতে হচ্ছে গ্রাহকদের।তাই আজ সমবায় সমিতির সামনে এসে টাকা ফেরতের দাবিতে গ্রাহকরা বিক্ষোভ দেখায়।যদিও সমবায় সমিতি সূত্রে খবর, সমবায় সমিতি থেকে স্থানীয় কয়েকটি হিমঘর ও বেশকিছু চাষীদের যে ঋণ দেওয়া হয়েছিল সেই টাকা তারা শোধ না করার জন্যই গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না তারা, এতে দেখা দিয়েছে চরম সমস্যা।

যদিও সমস্যার কথা নিয়ে ক্যামেরার সামনে কেউ মুখ না খুললেও এবিষয়ে ফোনে ব্লকের বিডিও রথিন্দ্রনাথ অধিকারীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি নিয়ে জেলাস্তরে আলোচনা করা হয়েছে, দ্রুত গ্রাহকদের টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন : SAG Awards : উইল স্মিথ, জেসিকা চ্যাস্টেইন সর্বোচ্চ সম্মান অর্জন করেছে