রাজ্যে ১০৮ টি পুরসভায় ভোট (Municipal Vote) ঘিরে সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর।

তবে এরই মাঝে অন্যরকম ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে।

এখানকার খাটুরা হাইস্কুলের বুথে দেখা গেল একই বেঞ্চে বসে আড্ডায় মেতেছেন শাসক-বিরোধী প্রার্থীরা।

ভোট (Municipal Vote) ঘিরে সকাল থেকেই ইভিএম ভাঙচুর, কোথাও ছাপ্পা ভোট ঘিরে অশান্তি, তৃনমূল-সিপিআইএম সংঘর্ষ, ইট বৃষ্টি, পুনরায় ভোটের দাবীতে

অবস্থান বিক্ষোভ। এসবের মাঝেই নজর কাড়ল গোবরডাঙ্গার ১৪ নম্বর ওয়ার্ড।

এখানকার তৃণমূল-বিজেপি ও সিপিএমের প্রার্থীদের দেখা গেল একই বেঞ্চে বসে খোসমেজাজে আড্ডা দিতে।

তৃণমূল প্রার্থী তুষার ঘোষ বলেন, ‘আমরা একই পাড়ার ছেলে। একসঙ্গেই বেড়ে উঠেছে।

সাধারণ মানুষ যাকে কাণ্ডারী হিসেবে বেছে নেবেন, আমরা সেটাই হাসি মুখে মেনে নেব।’

একই কথা বিজেপি প্রার্থী পলাশ অধিকারীরও। তিনি বলেন, রাজনৈতিক দল, মতাদর্শ আলাদা হলেও তারা পরিচিত, একই পাড়ার। তাই বরাবরই তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে।

বাম প্রার্থী দীপক মণ্ডল বলেন, ‘এটাই গোরডাঙ্গার সংস্কৃতি। আমরা সবাই মিলেমিশে থাকি। একসঙ্গে আড্ডা দিই, চা খাই। জনগণ যদি চায়, আমরা অবশ্যই জিতব।’