শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) গাড়ি ঘিরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে।

যে ঘটনায় শনিবার রাতে সরগরম হল হুগলির চণ্ডীতলা। শনিবার সন্ধের বেশ কিছুটা পর পাঁচলায় বাম ছাত্র-যুব মিছিলে পুলিশি ‘হামলা’র প্রতিবাদে মিছিল করছিল সিপিএম।

সেই সময়ে চণ্ডীতলা থেকে মশাট বাজারের দিকে যাচ্ছিলেন কল্যাণ(Kalyan Banerjee)। অভিযোগ ওই মিছিল থেকেই একদল সিপিএম সমর্থক কল্যাণের গাড়ির সামনে চলে আসে।

তারপর গাড়ির বনেট, দরজা, কাচে দুমদাম চড়চাপ্পড় মারতে শুরু করে। এই ঘটনার খবর পৌঁছতেই মশাট বাজারে পাল্টা বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

এই ঘটনা নিয়ে সাংসদ কল্যাণে বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আনিস খানের মৃত্যু আমাদের কাছেও দুঃখের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তদন্ত চলছে। তারপরেও সিপিএম আমার গাড়ি ঘিরে গুন্ডামি করেছে।’

তিনি আরও বলেন, ‘সিপিএম যদি ভাবে এসব করে ভেসে উঠবে তাহলে ভুল করছে। আমি এসবে ভয় পাই না। সিপিএমের বিরুদ্ধে লড়াই করেই এসেছি।’

পাল্টা সিপিএমের হুগলি জেলা কমিটির সদস্য তথা চণ্ডীতলার প্রাক্তন বিধায়ক ভক্তরাম পান বলেন, ‘পার্টি কর্মীদের মিছিল যাচ্ছিল।

কল্যাণবাবুদের পুলিশ এবং দল যা করছে তাতে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ রয়েছে। সেটাই দেখা গিয়েছে। এমন নয় যে তাঁকে হেনস্থা করা হয়েছে।’