রাত নয়, দুপুর ২টোতেই বিধানসভার বাজেট অধিবেশনে (Assembly session) ভাষণ দিতে হবে রাজ্যপালকে।
রাজভবনে পাঠানো চিঠির ভুল সংশোধন করে সঠিক সময় জানাতে মুখ্যমন্ত্রীর ফোন, অ্যাডভোকেট জেনারেলের
রাজভবন গিয়ে সাক্ষাত্ – কিছুই মানতে নারাজ রাজ্যপাল জগদীপ ধনকড়।
শনিবার তিনি ফের টুইটে এ বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে মনে করিয়ে দিলেন সাংবিধানিক নিয়মনীতির কথা।
রাজ্যপালের দাবি, সময় সংশোধন করতে মন্ত্রিসভার সুপারিশই প্রয়োজন। তিনি সময় বদল করে অধিবেশন ডাকতে পারবেন না।
রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে জটিলতা দিনের পর দিন আরও ঘনীভূত হচ্ছে।
বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভার তরফে রাজ্যপালকে পাঠানো হয়েছিল অধিবেশনের সূচি।
সেই অনুযায়ী, অধিবেশন শুরুর দিন রাত দু’টোয় রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা। আর সেটি হাতে পাওয়া মাত্রই টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
বলেন, ইতিহাসে এই প্রথম যে মাঝরাতে বিধানসভা অধিবেশন
এবং ভাষণ দেওয়ার জন্য রাজ্যপালকে সময় দেওয়া হল। মন্ত্রিসভার সেই সূচি মেনে তিনিও অধিবেশন ডাকেন।
এরপর সন্ধেবেলা সময় সংক্রান্ত সমস্ত জটিলতা কাটাতে রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী।
এরপর শুক্রবার তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করেন রাজভবনে।
সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাঁর সঙ্গে সাক্ষাত্ করে সময় নিয়ে ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন।
রাজ্য সরকারের এই পদক্ষেপে একেবারেই সন্তুষ্ট নন রাজ্যপাল ধনকড়। তিনি শনিবার ফের একটি টুইট করেন।
তাতে জানান, মন্ত্রিসভাকে এই ভুল সংশোধন করে ফের চিঠি পাঠাতে হতো।
এক্ষেত্রে সংবিধানের নির্দিষ্ট ধারার কথা উল্লেখ করে নিয়মনীতি মনে করিয়ে দেন রাজ্যপাল।
আগামী ৭ মার্চ থেকে বিধানসভার বাজেট অধিবেশন (Assembly Session) শুরু হওয়ার কথা। ১১ তারিখ বাজেট পেশ। দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি আরও বাড়ল রাজ্যপালের চিঠিতে।