মোদী – পুতিন (Modi – Putin) ফোনালাপ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ হয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।
পুতিনকে আহ্বান জানিয়েছেন মোদি ( Modi – Putin ) এ সময় ইউক্রেনে সংঘাত বন্ধ করতে। এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার ভারত সরকারের এক বিবৃতিতে।
জানা যায়, সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে সহিংসতা বন্ধের এবং কূটনৈতিক আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার জন্য।
বৃহস্পতিবার বেলারুশ ও ক্রিমিয়া থেকে ইউক্রেনে প্রবেশ করেন রুশ সেনারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর।
বিস্ফোরণের ঘটনা ঘটে দেশটির অন্তত ১২টি শহরে। ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া প্রথম দিনই ইউক্রেনের ৭৪টি সামরিক স্থাপনা।
ইউক্রেনের ৪০ সেনাসদস্য ও ১০ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ এখন পর্যন্ত রাশিয়ার হামলায়।
রাশিয়ার ছয়টি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি পাল্টা জবাব দিয়ে।
এ ছাড়া রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একটি শহরে হামলা করার পর তা প্রতিহত করার সময় প্রায় ৫০ জন ‘দখলদার রুশ’ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
রুশ হামলায় সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে দেশে সামরিক আইন জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।