মাঝরাতে বসবে বিধানসভার অধিবেশন (Assembly Session)।
জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। কিছুদিন আগে তিনিই বিধানসভার অধিবেশনে স্থগিতাদেশ দিয়েছিলেন।
এরপরই মন্ত্রিসভার পক্ষ থেকে অধিবেশন শুরুর আর্জি জানানো হলে সেই সুপারিশ খারিজ করে দেন রাজ্যপাল।
বৃহস্পতিবার ট্যুইট করে মন্ত্রিসভার সিদ্ধান্তে শিলমোহর দেওয়ার কথা জানালেন তিনি।
ধনকর জানিয় দিলেন, “৭ মার্চ রাত ২টোয় বসবে বিধানসভার অধিবেশন।” এই ঘটনাকে তিনি নিজেই নজিরবিহীন বলে জানিয়েছেন।
ট্যুইট করে রাজ্যপাল লিখেছেন, “মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনেই ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন (Assembly Session) ডাকা হয়েছে। সংবিধানের ১৭৪ (১) ধারা মেনেই মন্ত্রিসভার আবেদন গৃহীত হয়েছে।”
তিনি স্পষ্ট করে বোঝাতে লিখেছেন, “এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক। তবে এই সিদ্ধান্ত মন্ত্রিসভার।”
এই প্রসঙ্গে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
তাঁর মন্তব্য, “ক্যাবিনেট নোট পাঠানো হয়েছে তাতে দুপুর ২টো লেখা হয়েছিল। ওটা টাইপিং মিস্টেক।
সামগ্রিকভাবে নেওয়া উচিত ছিল। রাত ২টোর সময়ে বাজেট অধিবেশন ব্যতিক্রমী ঘটনা।”
এইদিন ট্যুইটে রাজ্যপাল রাজ্যের উপরও ক্ষোভ উগ্রে দিয়েছেন। তিনি জানিয়েছেন, “আজ মুখ্যসচিবকে রাজভবনে জরুরি বৈঠকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি আসেননি।”
উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রীকেও ডাকা হয়েছিল, তিনিও অনুপস্থিত ছিলেন। টুইটে লিখেছিলেন, “সম্প্রতি বেশ কিছু বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়েও পাইনি।
এইসব তথ্য না পেলে রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা সৃষ্টি হতে পারে। যেটা এড়িয়ে চলা আমাদের দুজনেরই সাংবিধানিক কর্তব্য”।