তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত(Prasanta Kishore) কিশোরের সম্পর্কের অবনতি ঘটেছে!

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)।

এক সাক্ষাত্‍কারে ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেন, ‘ওই সব খবর দেখে আমি শুধু হেসেছি।

আমার সঙ্গে দিদির সম্পর্ক যেমন ছিল তেমনই আছে। কিন্তু সংবাদমাধ্যমকে তো কিছু করতে হবে। তাই হয়তো এই সব করছে।

সম্প্রতি সংবাদমাধ্যমে বলা হল, দিদি এবং আমার মধ্যে সমস্যা দেখা দিয়েছে। আবার বলা হল, দিদি আর অভিষেকের মধ্যে সমস্যা তৈরি হয়েছে।

তার পর বলা হল, অভিষেক ও আমার সঙ্গেই দিদির দ্বন্দ্ব তৈরি হয়েছে।

তিনি দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে দলের সংগঠনকে নতুন করে সাজাচ্ছেন। আর সংবাদমাধ্যমে গল্প তৈরি করল।

এখন রাজ্যে ১০৮টি পুরসভার নির্বাচন রয়েছে। আগামী ২৭ তারিখ সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আইপ্যাক-এর টিম কাজ করতে শুরু করেছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেও একইরকম সম্পর্ক রয়েছে মমতার সঙ্গে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর।

তাঁর কথায়, ‘সংবাদমাধ্যমে আইপ্যাক ও আমাকে টার্গেট করে খবর করা হল।

বলা হল, আমাদের জন্যই নাকি একের পর এক নেতা দল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছেন। কিন্তু ফল ঘোষণার দিন সবাই সব জবাব পেয়ে গিয়েছেন।’

প্রশান্ত কিশোর (Prasanta Kishore) বলেন, ‘এই সব প্রশ্ন কেন আসছে আমি বলতে পারব না।

গত ১০ বছরে আমি একাধিক ব্যক্তি এবং রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছি। সম্পর্ক নষ্ট হয় না। আমারও কোনও সম্পর্ক নষ্ট হয়নি।’