শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বাংলার কিছু গভর্নরকে কেন্দ্র করে একটি বই লিখেন যাকে তিনি তার
রাজনৈতিক জীবনে ঘনিষ্ঠভাবে দেখেন, তবে এতে বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়ের উল্লেখ নেই।
তিনি তার বইয়ে মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী, এম কে নারায়ণ এবং কেশরীনাথ ত্রিপাঠীর কথা উল্লেখ করেন।
সূত্রের খবর অনুযায়ী, মমতা সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee) বইয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কথা উল্লেখ করেননি। তবে এ বিষয়ে আপাতত প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চান না শিল্পমন্ত্রী।
আরও পড়ুন : Jagdeep Dhankar : “রাজ্যপালকে অপসারণ ভিত্তিহীন”- হাইকোর্ট
2019 লোকসভা নির্বাচনের পরে 30 জুলাই ধনখড় বাংলার রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপর থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে তার বিরোধ চলছে।
রাজ্যপালের অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৭ মার্চ থেকে বেঙ্গল আইনসভার বাজেট অধিবেশন চলাকালীন রাজ্যপালের বিরুদ্ধে নিন্দার প্রস্তাব আনা হবে।
কলকাতা বইমেলায় বাংলার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তিনটি বই প্রকাশ করা হবে, যার মধ্যে একটি ‘রাজভবনের অন্তরমহলে’ বাংলার
কিছু গভর্নরকে তাদের রাজনৈতিক ক্যারিয়ারে ঘনিষ্ঠভাবে দেখা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম নিয়ে একটি বইও লেখা হয়েছে। দুটি বইয়ের একটি ইংরেজিতে নাম ‘স্ট্রাগল পিরিয়ড ইয়ুথ আওয়ার লিডার মমতা ব্যানার্জি’।
এতে তৃণমূল নেত্রীর সঙ্গে তার লড়াইয়ের দিনগুলোর কথা উল্লেখ রয়েছে। পার্থ চ্যাটার্জির লেখা তৃতীয় বইটির নাম ‘নয় নেতা নয় কাহন’ (নয় নেতার নয়টি গল্প)।
শিল্পমন্ত্রী বলেন, বইটিতে নয়জন নেতার নাম রয়েছে যারা তার রাজনৈতিক জীবনে তাকে প্রভাবিত করেছেন।
তিনি তার বইয়ে দুই প্রয়াত বামপন্থী নেতার কথাও বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। পার্থ চ্যাটার্জি একজন শ্রমিক নেতা হিসেবে বাংলার
রাজনীতিতে ইসমাইলের ভূমিকা তুলে ধরেন। তিনি ১০ বছর ধরে বিধানসভা স্পিকার হালিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন।