পরপর চার দিন। ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর (Anish Khan Death) প্রতিবাদে উত্তাল শহর থেকে জেলা। কলকাতা থেকে বেলদা হয়ে, দেগঙ্গা থেকে আমতা, উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। আনিসকে খুনের প্রতিবাদে উত্তপ্ত যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। যাদবপুরে এসএফআই (SFI) সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের বচসা। গেটের ফাঁকে লাঠি দিয়ে খুঁচিয়ে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের।

অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) এসএফআইয়ের পড়ুয়ারা বড় হোর্ডিং, ব্যানার হাতে পথে নামলেন। তাঁদের মিছিলে অবরুদ্ধ হয়ে যায় কলেজ স্ট্রিটের একাংশ। আনিস হত্যাকাণ্ডে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। পড়ুয়া-পুলিশ খণ্ডযুদ্ধ। তাড়া করে মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ।

আরও পড়ুন :Deucha Pachami Project : বাংলায় দেউচা পাচামি প্রকল্প

আনিস খুনের সুবিচার চেয়ে বিক্ষোভে শামিল হন বিশিষ্টরাও। সকলেই বিচার চাইছেন। সরকারের তরফ থেকে সিট গঠন করা হয়েছে ইতিমধ্যে, সাসপেন্ড করা হয়েছে তিন পুলিশ অফিসারকে, দুজন পুলিশকে আজ তলব করা হয়েছে ভবানী ভবনে।

By Sk Rahul

Senior Editor of Newz24hours