কামারহাটিতে শুভেন্দু অধিকারির প্রচারে আসা নিয়ে মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)।

বললেন “মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দুমদাম মন্তব্য নয়। তাহলে সমস্যা হবে।”

পারলে আটকে দেখাক, মদন মিত্রকে পাল্টা চ্যালেঞ্জ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। মদন মিত্র বলেন, নিজের এলাকা সামলাতে পারছেন না শুভেন্দু অধিকারী।

মদন মিত্র (Madan Mitra) আরও বলেন, “ভবানীপুরে গিয়ে মমতা সম্পর্কে ভুলভাল মন্তব্য করছেন।

সেদিন ভবানীপুরে খুব বেঁচে গিয়েছেন। সাবধানে ঘোরাফেরা করুন। ভবানীপুরে কোনও বড় ঘটনা ঘটালে দায়িত্ব যাবে বিজেপির উপরে।

শুভেন্দুকে আমি বলছি, ছোটভাই , মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে দুমদাম মন্তব্য কোরো না।

কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে তৈরি করেছেন। তোমাকে ‘দানা’ খাইয়েছেন। এখন যদি মমতা সম্পর্কে

অবাঞ্ছিত মন্তব্য করা হয় আর তৃণমূল কর্মীরা এর প্রতিবাদ করেন তাহলে বিষয়টা ভালো হবে না।”

শুভেন্দুকে নিয়ে মদন মিত্রের ওই মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

তিনি বলেন, “ওই মদ মাতাল মদনের কথার উত্তর দেওয়ার কি কোনও মানে আছে? শুভেন্দু অধিকারী যদি মনে করেন তাহলে তিনি আজই কামারহাটিতে আসবেন।

ক্ষমতা থাকলে মদন মিত্রকে আটকান। আমিও থাকব শুভেন্দু অধিকারীর সঙ্গে। দেখি কীভাবে আটকায় ও।কোথায় আমি যাব না যাব তা ঠিক করবে তৃণমূল কংগ্রেসের মদন মিত্র?

মদন মিত্রের মতো লোককে দিয়ে তৃণমূল কংগ্রেস একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে। আমাকেও বলেছিল কব্জি কেটে নেব। সেই কব্জি তো বহাল তবিয়তে রয়েছে। ওসব ফালতু লোক।”