পুরভেটের প্রচারে নেমে তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে বেফাঁস বিজেপি সাংসদ অর্জুন সিং(Arjun Singh)।
ভাটপাড়ায় পুরপ্রচারে নেমে প্রশাসনকে হুমকি দিতে চাঁচাছোলা ভাষার প্রয়োগ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
এর আগে কলকাতা পুরভোট ও পরে রাজ্যের আরও চার পুরনিগমের নির্বাচনে হিংসা, ছাপ্পা ভোট, কারচুপির অভিযোগ তুলেছিল বিজেপি।
আদালতেরও দ্বারস্থ হয়েছে তারা এই নিয়ে। এই আবহে রাজ্যের ১০৮ পুরসভার ভোটে শাসক দলের গা জোয়ারি চলবে না বলে হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং।
তাঁর কথায়, পুর নির্বাচনের সময় বা পরে পশ্চিমবঙ্গে
সহিংসতা ছড়িয়ে পড়লে বা তৃণমূল কংগ্রেস যদি বুথ দখল করে তা হলে বিজেপি তার প্রতিশোধ নেবে।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোটগ্রহণ। তার আগে গতকাল ছিল শেষ রবিবার। সেই সুযোগে সব দলই প্রচারে ঝড় তোলার চেষ্টা করেছিল।
নিজের এলাকা ভাটপাড়াতে প্রচারে নামেন বিজেপি সাংসদ অর্জুন সিংও। সেই সময় সংবাদসংস্থাকে তিনি বলেন, ‘ইটের জবাব পাথর দিয়ে দেব।
যদি একটাও জায়গায় বুথ জাম হয়, তাহলে প্রিসাইডিং অফিসারকে তাঁর এই কাজের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এরম হলে আমরা সব বুথ মেশিন ভেঙ্গে দেব।’
এদিকে পুরভোটের আগে নিজের পরিবারেই অর্জুনের নিজের পরিবারেই ‘ভাঙন’ ধরে। সুনীল সিং, আদিত্য সিংরা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান।
এরই মধ্যে অর্জুন সিংহের (Arjun Singh) ভাগ্নে আদিত্য সিংয়ের মন্তব্যে অর্জুনের দলবদলের জল্পনা তৈরি হয়েছিল।
তখনই প্রশ্ন উঠেছিল, তাহলে কি তৃণমূলে ফেরার পথ তৈরি করছেন অর্জুন সিং?
এই সব জল্পনার মাঝেই জোর কদমে বিজেপির হয়ে প্রচার করতে দেখা গেল অর্জুনকে।