ভারতীয় টিমের দুর্দান্ত পারফরম্যান্সে এর ফলে পরপর দুটি ম্যাচে অসাধারণ জয়লাভ করলো ইন্ডিয়া (India vs West Indies)। কলকাতার ইডেন গার্ডেন(Eden Gardens) স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 8 রানে জয়লাভ করলো ইন্ডিয়া। টসে জিতের ওয়েস্ট ইন্ডিজ(West Indies) টিম প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 5 উইকেটে 186 রানের লক্ষ্যমাত্রা রাখে ইন্ডিয়ান (Indian)টিম। দীর্ঘ প্রতীক্ষার পরে কোহলি সমর্থকদের মুখে হাসি ফোটে, আজকের ম্যাচে কোহলির ব্যাট এ অর্ধশত রান পায় ইন্ডিয়ান টিম(52 runs in 41 runs)। অন্যদিকে রিশাব পান্ত(Hrisav pant) 28 বলে 52 রান করে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

ইনিংসের অন্যভাগে187 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ(west Indies) টিম 20 ওভারে 3 উইকেটে 178 রান পর্যন্ত ই করতে পারে। ওয়েস্ট ইন্ডিজ টিমে সর্বোচ্চ রান করেন রভমান পোউইল (Rovman Powell)(68 runs in 36 balls)। আগের ম্যাচের পর এই ম্যাচেও নিজের দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখেন নিকোলাস পুরান (Nicolas Pooran)(62 runs in 41 balls)।

আরও পড়ুন : India vs West Indies: T-20 সিরিজের প্রথম ম্যাচে দুর্ধর্ষ জয়লাভ ভারতের

অন্যদিকে ভুবনেশ্বর কুমার (Bhuvaneshwar Kumar) ইউজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) রভি বিশ্নই (Ravi Bishnoi) সকালে 1 করে উইকেট পান।

টি-টোয়েন্টি সিরিজের পরপর দুটি ম্যাচে ইন্ডিয়ান টিমের (India vs West Indies) দুর্দান্ত পারফরম্যান্সে পরে আগামী দিনে আর উজ্জ্বল ভবিষ্যৎ আশা করছে ক্রিকেটপ্রেমী মানুষরা।

আজকের ম্যাচে বিরাট কোহলি পারফরম্যান্সের পরে কোহলির আবার আগের ফ্রম ফিরে আসার সম্ভাবনা দেখছেন সর্মথকরা, ক্যাপ্টেন্সি ছাড়ার পরে এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোহলির ব্যাট এ অর্ধশতরান পেয়েছে টিম, কোহলি সমর্থকদের মনে আবার আশার আলো জ্বলেছে এমনটাই মনে করছেন ক্রিকেটমহল।