চিন ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Monmohon Singh)।

দুর্বল নীতি প্রণয়ন, অর্থনৈতিক ব্যর্থতা নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন মনমোহন সিং।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের (বিজেপি নেতৃত্বাধীন সরকার) অর্থনৈতিক নীতির কোনও বোঝাপড়া নেই।

ধনী লোকেরা আরও ধনী হচ্ছে আর দরিদ্র দেশবাসীরা আরও দরিদ্র হচ্ছে।’

মনমোহন দাবি করেন, বর্তমান বিজেপি সরকার ফেল করেছে।কংগ্রেস নেতা বিদেশ নীতি নিয়েও সরকারের ‘ব্যর্থতার’ সমালোচনা করেন।

মনমোহন সিং (Monmohon Singh) বলেন, ‘চিন আমাদের সীমান্তে বসে আছে এবং এই বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ প্রধানমন্ত্রী মোদীকে খোঁচা দিয়ে

তাঁর উত্তরসূরী বলেন, ‘রাজনীতিবিদদের আলিঙ্গন করে, বা আমন্ত্রণ ছাড়া বিরিয়ানি খেতে গেলে সম্পর্কের উন্নতি হয় না।’

উল্লেখ্য, বর্তমান সরকারের বিদেশ নীতির সমালোচনা করে সংসদে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি দাবি করেছিলেন, ভারতের বর্তমান বিদেশ নীতির কারণেই নাকি চিন ও পাকিস্তান কাছাকাছি চলে এসেছে।

এই বিষয়টি ভারতের জন্য খুবই উদ্বেগজনক। যদিও রাহুলের এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতারা পাল্টা দাবি

করেছিলেন যে পাকিস্তান ও চিন ইন্দিরা গান্ধীর জমানা থেকেই একে অপরের বন্ধু ছিল।

এদিকে সামনেই পঞ্জাব বিধানসভা নির্বাচন। এই আবহে মনমোহন সিং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে পঞ্জাবের 

এবং সেরাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করার অভিযোগ করেছেন।

উল্লেখ্য, এর আগে চান্নি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদী রাজ্য সফরে আসায় তাঁর হেলিকপ্টারকে হোশিয়ারপুরে উড়ে যেতে দেওয়া হয়নি।

এই অভিযোগের প্রেক্ষিতেই মনমোহন বলেন, ‘বিজেপি প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা ইস্যুকে হাতিয়ার করে পঞ্জাবের মুখ্যমন্ত্রীদের অসম্মান করার চেষ্টা করেছে।’