দ্বিতীয়বারের জন্য দিল্লির ক্ষমতায় এসে দুবছর অতিক্রম করেছে অরবিন্দ কেজরীবাল সরকার ( Kejriwal )।
২০২০ সালে কেজরীবালের মুখের ওপর ভর করেই বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকারে এলেও দু’বছরে মধ্যে কেজরীবাল সরকারের ভূমিকায় ‘না খুশ’ দিল্লিবাসী।
এক সমীক্ষায় দেখা গিয়েছে কেজরীবাল সরকারের জনপ্রিয়তা কমতির দিকে। ওই সমীক্ষায় দিল্লিবাসীকে প্রশ্ন করা হয়েছিল দু’বছর সরকার কেমন কাজ করেছে?
এই সরকারের ওপর সাধারণ মানুষের সমর্থন কম হয়েছে বলেই জানিয়েছে ওই সমীক্ষক সংস্থা।
শুধুমাত্র ৩২ শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন করোনা মহামারিকালে দিল্লি সরকার ভাল কাজ করেছে। ৫১ শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন কোভিড সামলাতে ব্যর্থ কেজরীবাল সরকার (Kejriwal)।
২১ শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন, বিগত ২ বছরে দিল্লি সরকার বায়ুদূষণ মোকাবিলায় ভাল কাজ করেছে, অন্যদিকে ৫১ শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন যে কেজরীবাল সরকার বায়ুদূষণ মোকাবিলায় খারাপ কাজ করেছে।
৩১ শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন দুর্নীতি কমাতে বিগত দুবছরে দিল্লি সরকার ইতিবাচক পদক্ষেপ করেছে। অন্যদিকে ৪৫ শতাংশ নাগরিক মনে করেন দুর্নীতি মোকাবিলায় দিল্লি সরকার কোনও কাজ করেনি।
সমীক্ষাতে পাওয়া তথ্য থেকেই সরকারের ভূমিকায় খুশি নয় দিল্লিবাসী। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় যখন করোনা সংক্রমণের ভয়ঙ্কর চিত্র
দেখেছিল দিল্লি, সেই সময়ই সবমহলের নিন্দার মুখে পড়তে হয়েছিল দিল্লি সরকারকে।
হাসপাতালগুলিতে বেডের অভাব প্রকট হয়ে উঠেছিল পাশাপাশি অক্সিজেনের অপ্রতুলতা অবস্থা আরও সংকটজনক করে তুলেছিল।