ওয়েস্ট ইন্ডিজ(West Indies) বনাম ইন্ডিয়া(India)T-20 সিরিজের প্রথম ম্যাচে দুর্ধর্ষ জয়লাভ করলো ইন্ডিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হয় কলকাতার ইডেন গার্ডেন(Eden Gardens)স্টেডিয়াম এ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান টিম।

প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ(West Indies) টিম কুড়ি ওভারে 7 উইকেটের 158 রানের লক্ষ্যমাত্রা রাখে।

43 বলে 61 রান করে দলে সর্বোচ্চ রান প্রাপক হন নিকোলাস পুরান(Nicholas Pooran)।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 18 ওভার5 বলে 4 উইকেটে 162 রান করে এই ম্যাচে জয়লাভ করে ইন্ডিয়া(India)। মাত্র 19 বলে 40 রান করে টিম কে অনেকটা এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন রোহিত শর্মা(Rohit Sharma)। ক্যাপ্টেন এর পাশাপাশি ঈশান কিশান(Ishan Kishan)( 35Runs in 42 Balls)ও সূর্য কুমার ইয়াদাভ(Surya Kumar Yadav)(34 Runs in 18 Balls) লক্ষ্যমাত্রা পূরণ করতে সাহায্য করেন।

এই সিরিজের পরবর্তী ম্যাচ 18 ই ফেব্রুয়ারি(February) অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে টিমের দুর্ধর্ষ পারফরমেন্সে ক্রিকেট অনুগামীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে এমনটাই মনে করছেন ক্রিকেট মহল।

আগামী ম্যাচে ঐরকম পারফরমেন্সই বজায় থাকবে এবং ইন্ডিয়ান টিম জয়লাভ করবে এটাই ইন্ডিয়ান ক্রিকেটপ্রেমীদের আশা।

আরও পড়ুন: Anushka Sharma: অনুষ্কা শর্মার সিনেমায় প্রত্যাবর্তন