কি, গা শিউরে উঠল তো! হ্যাঁ, শিউরে ওঠার মতোই তথ্য উঠে এল দেগঙ্গার গোবরধনপুর এলাকা থেকে। সেখানে এক গোরুর মল এবং মূত্রের সাথে বেরিয়ে এসেছে সোনা জাতীয় কিছু ধাতু, এমনটাই দাবী স্থানীয়দের। আর সেই ধাতু একজন স্বর্ণব্যবসায়ী নগদ ৫০ হাজার টাকা দিয়ে কিনেছে। এই খবর নিয়ে রীতিমতো গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টি নিয়ে উঠেছে ঝড়। (Viral News)

যদিও যুক্তিবাদী মঞ্চ বিষয়টিকে দেখছেন অন্যভাবে। যুক্তিবাদী মঞ্চের দাবী, মানুষের গলব্লাডার বা কিডনিতে যেমন স্টোন হয়, গবাদি পশুর ক্ষেত্রেও এই জিনিস দেখা যায়। হতে পারে এটা তেমনই কোনো বস্তু।

এদিকে রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে পড়েছে শোরগোল। কারন বহুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ মন্তব্য করেছিলেন গোরুর দুধে সোনা পাওয়া যায়। তবে কি দীলিপ ঘোষের এই মন্তব্যই বাস্তবে পরিণত হল! প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও এই সোনা জাতীয় ধাতু গোরুর দুধ থেকে পাওয়া যায়নি। গোরুর মল এবং মূত্র থেকে পাওয়া গেছে। আর তা বিক্রিও হয়েছে বহুমূল্যে। (Viral News)