আইপিএল ২০২২ নিলাম (IPL Auction 2022) চলাকালীনই অসুস্থ হয়ে পড়লেন নিলাম পরিচালক হিউ এডমিয়েডাস। দীর্ঘ তিন দশক ধরে নিলাম পরিচালনা আসছেন হিউ এডমিয়েডাস। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হিউ এডমিয়েডাস ২০১৮ সাল থেকে আইপিএল নিলাম পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। বিশ্বজুড়ে আড়াই হাজারের বেশি নিলাম পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি, ব্রিটিশ নাগরিক হিউ আন্তর্জাতিক ফাইন আর্ট, ক্ল্যাসিক কারের নিলাম পরিচালনা করে বিশ্বজোড়া সুখ্যাতি অর্জন করেছেন। ২০০৪ সালে এরিক ক্ল্যাপটনের ৮৮টি গিটার নিলাম করেছিলেন। রয়েছে তাঁর নিজস্ব ওয়েবসাইটও।
২০২২ আইপিএল নিলাম (IPL Auction 2022) চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন বিখ্যাত নিলাম পরিচালক হিউ এডমিয়েডাস। এডমিয়ডাসের হঠাৎই মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন দর্শকরা। টেলিভিশনের পর্দায় ধরা পড়ে নিলামস্থলে উপস্থিত বিভিন্ন দলের প্রতিনিধিদের শঙ্কিত মুখ। তবে, অল্প সময়ের মধ্যেই বিসিসিআইয়ের তরফে জানানো হয়, হিউ এডমিয়েডাসের অসুস্থতা গুরুতর নয়। তিনি সুস্থ হয়ে উঠলেও দিনের বাকি থাকা অংশের নিলাম পরিচালনা করবেন চারু শর্মা।
বর্ষীয়ান নিলাম পরিচালক হিউ এডমিয়েডাস সুস্থ হয়ে উঠলেও তাঁকে রাখা হয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষনে। সংশ্লিষ্ট মহলের ধারণা, নিম্ন রক্তচাপের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন হিউ এডমিয়েডাস। ব্রিটিশ নিলাম পরিচালক অসুস্থ হয়ে পড়বার পর মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে, বিখ্যাত সঞ্চালক চারু শর্মা বর্তমানে রয়েছেন প্রো-কাবাডি লিগের ডিরেক্টর পদে। আইপিএলের প্রথম সংস্করণ অর্থাৎ ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সি.ই.ও. হিসাবেও কাজ করেছিলেন চারু শর্মা। (IPL Auction 2022)