প্রাণনাশের হুমকি বহরমপুরের কংগ্রেস (Congress) সভাপতির। আগামী ২৭ শে ফেব্রুয়ারি বাকি ১০৮ টি পৌরসভার ভোট ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভার অন্তর্গত ওয়ার্ড গুলিতে উত্তপ্ত হচ্ছে আবহাওয়া।

এবার রীতিমতো কংগ্রেস নেতার বাড়িতে গিয়ে তাকে প্রাণে মারার হুমকি দিল দুষ্কৃতীরা।

সাথে চললো কয়েক রাউন্ড গুলি। ঘটনাটি ঘটে বহরমপুর পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের সভাপতি বাপী ঘোষের বাড়িতে।

তিনি জানান, শুক্রবার রাত ন’টা নাগাদ তিনি বাড়িতে ছিলেন না। সেই সময় তাঁর বাড়িতে এসে হানা দেয় একদল দুষ্কৃতী।

ওয়ার্ড কংগ্রেস সভাপতির স্ত্রীকে হুমকি দেওয়া হয় যাতে তিনি প্রচারে না বেরোতে পারেন। আর শনিবার থেকে ভোট প্রচারে তাকে দেখা গেলে খুন করার হুমকি দেয় তাঁরা।

এরপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই তিনজন দুষ্কৃতীর দল গুলি চালায় বলেও জানা যায়।

যার ফলে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। সাথেই আতঙ্কিত ওয়ার্ড সভাপতি সহ তাঁর পরিবার।

ঘটনাটি জানার পর ওই ওয়ার্ড কংগ্রেস (Congress) সভাপতির বাড়িতে এসে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ প্রশাসন।

আরও পড়ুন : Vote : চার পুর নিগমের ভোটের কোথায় কী ! দেখুন একনজরে

এছাড়াও দলীয় উচ্চ নেতৃত্বদের এ বিষয়ে জানানো হয়েছে বলে জানান বাপী ঘোষ।

প্রাণনাশের হুমকির পর তিনি প্রচারে বেরোবেন কিনা সে প্রসঙ্গে বলেন, বাড়ি বয়ে এমন হুমকি পাওয়ার পর এখনই সিদ্ধান্ত নিতে পারেননি যে শনিবার থেকে তিনি কংগ্রেসের হয়ে প্রচারে বেরোবেন কিনা।

তবে তাঁর পরিবারের তররফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কোনো মতেই প্রচারে বের হতে দেওয়া হবে না তাকে।