ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে ইন্ডিয়া(India) বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে 96 রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করলো ইন্ডিয়া ।
ইন্ডিয়া টিমের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই সিরিজ ওয়েস্ট ইন্ডিজকে 3-0 পয়েন্টে পরাজিত করল ইন্ডিয়ান টিম (India vs West Indies)। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ইন্ডিয়ান টিম 50 ওভারে 265 রান করে।266 রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র 169 রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ টিম।
111 বলে 80 রান করে ম্যাচে সর্বোচ্চ রান প্রাপক হন শ্রেয়াস আইয়ার(Shreyash Iyer), অন্যদিকে 18 বলে 36 রান করে টিম কে অনেক টা এগিয়ে নিয়ে যায় হৃশব পন্থ (Rishabh Pant)
অপর দিকে ওয়েস্ট ইন্দিজ টিমে সর্বোচ্চ রান প্রাপক হন ওডিন স্মিথ(Odean Smith)। ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই ওডিআই সিরিজের ভারতীয় দলের দুধর্ষ জয়লাভে আনন্দিত হয়েছে ভারতীয় ক্রিকেট(Cricket) প্রেমী মানুষরা।
ওডিআই সিরিজ এতো ভালো ফলাফল এরপরে টি-টোয়েন্টি সিরিজ ইউ এ রকমই জয়লাভের আশা রাখছে ক্রিকেট মহল।
রোহিত শর্মা (Rohit Sharma) অধিনায়কত্বে এখনো পর্যন্ত 12 কি টি ওডিআই(ODI) ম্যাচ খেলেছে ভারতীয় দল (India vs West Indies)। যার মধ্যে 10 টি ম্যাচ এ জয় লাভ করে ভারতীয় দল। কেরিয়ার এর শুরু তে এই দুর্ধর্ষ পারফরম্যান্সে এর ফলে রোহিত শর্মার প্রতি অনেকটাই আশাবাদী হয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমী মানুষরা।