বীরভূম তথা গোটা পশ্চিমবঙ্গের চেনা মুখ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের ওরফে কেষ্টদার। বরাবরের মতো সংবাদ থেকে সোশ্যাল মিডিয়ার শিরোনামে রয়েছে আবারও তার নাম। বিতর্ক যেন পিছু ছাড়ে না তার।তবে এবার গ্রেফতারি এরাতে হাইকোর্টের (High Court) কাছে রক্ষাকবচ চাইলেন তিনি৷ তদন্তে সিবিআই-কে সব রকম সাহায্য করতে তিনি প্রস্তুত৷

গত বছর ২-রা মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন বীরভূমের ইলামবাজারে পিটিয়ে খুন করা হয় এক বিজেপি কর্মীকে৷ সেই বিজেপি কর্মীর নাম গৌরব সরকার। আর এই হত্যা মামলার তদন্তভার সঁপা হয় সিবিআই-এর হাতে৷ তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয়৷ (High Court)

পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় ইলামবাজার পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ-সহ একাধিক তৃণমূল নেতাকে। এর পরেই গৌরব সরকার খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ এবং শুক্রবার দুপুরে হাজিরা দিতেও বলা হয়েছিল তাকে৷ কিন্তু অসুস্থতার ওজরে হাজিরা এড়ান তিনি৷

এর পরেই গ্রেফতারী থেকে রক্ষাকবচ চেয়ে বুধবার হাইকোর্টের (High Court) দ্বারস্থ হন অনুব্রত৷ সেই সঙ্গে কলকাতা হাইকোর্টকে (High Court) তিনি জানান, তদন্তে সিবিআই-কে সবরকম সাহায্য করতে তিনি প্রস্তুত৷ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রয়েছে মামলা শুনানির সম্ভাবনা৷