দলের নেতৃত্ব নিজের হাতে রাখার কথা আগেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
এবার প্রবীণ-নবীন সকলকে একসাথে নিয়ে এগোনোর বার্তা দিলেন তিনি।
আসন্ন পুরসভা ভোটে প্রার্থী তালিকায় দলের পুরনোদের পাশাপাশি ‘নতুনদের’ জন্যেও প্রার্থীপদ রাখতে চাইছেন তিনি।
সূত্রের খবর, আসন্ন পুরসভা ভোটে কম-বেশি ১০ শতাংশ আসনে নতুন প্রতিনিধিদের মনোনয়ন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে সর্বোচ্চ নেত্রীর থেকে নির্দেশ পেয়েছেন
এই কাজের দায়িত্বে থাকা দলের দুই নেতা, রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)।
আবার অনেক জায়গায় নতুন প্রজন্মকে জায়গা দিতে গিয়ে পুরনোরা বাদ চলে যাচ্ছেন,
সম্প্রতি কিছু কেন্দ্রে এমনটা হয়েছে, তৃণমূলের অন্দরে এই ভাবনা জায়গা পেয়েছে বলে জানা গেছে।
তা কাটাতে পুরনোদের সসম্মানে রেখেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ বাতলে দিয়েছিলেন তৃণমূল নেত্রী(Mamata Banerjee) স্বয়ং।
সেই মতো আসন্ন পুরভোটে রাজ্যের ১০৬টি পুরসভায় দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছিলেন তৃণমূলের দুই নেতা বক্সী এবং পার্থ।
কথা ছিল, তাঁরাই প্রাথমিক ভাবে প্রার্থী তালিকা তৈরি করে মমতার কাছে জমা দেবেন।
এরপর প্রয়োজন মতো সেই তালিকা থেকে তা চূড়ান্ত করে দেবেন মমতা স্বয়ং।
তবে শনিবার দলনেত্রীর সর্বশেষ বার্তা পাওয়ার পরে প্রার্থী করার ক্ষেত্রে প্রবীণ-নবীনে কিছুটা ভারসাম্য রাখতে গোটা বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রার্থী বাছাই বা এই রকম গুরুত্বপূর্ণ বিষয়ে সব সময়েই শেষ কথা বলেন আমাদের নেত্রী(Mamata Banerjee)।
তার আগে বিভিন্ন এলাকার দলের লোকেদের থেকে সম্ভাব্য তালিকা নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সে ক্ষেত্রে আইপ্যাকের কোনও তালিকা থাকলে তা-ও দেখা হয়।’’