তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই বৈঠককে সৌজন্য বলা হলেও আসলে সংগঠন নিয়ে বিস্তর আলোচনা হল বলে মনে করা হচ্ছে।
সামনেই রয়েছে গোয়ার নির্বাচন। গোয়ায় দলের কাজ সেরেই ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।
তাই গোয়ার বিস্তারিত খবর নেন নেত্রী মমতা বলে জানা গিয়েছে। আগামী ২রা ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে হবে সাংগঠনিক নির্বাচন।
তার আগে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয় যে দলের সংগঠনে কি কি পরিবর্তন আসে।
তাহলেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। সামনে চার পুরসভার নির্বাচনও আছে।
তাই এই বৈঠকে নানা বিষয় উঠে এসেছে বলে সূত্রের খবর। ২০২৪-এর লোকসভা নির্বাচন এখন পাখির চোখ তৃণমূলের কাছে।
ইতিমধ্যেই একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলায় রেকর্ড সাফল্য পেয়েছে। সেটাকে ধরে রাখাই এখন তাদের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
সংগঠন আরও মজুবত করতে হবে বলে মনে করছেন তৃণমূল সুপ্রিমো। সে কথা আগের দিন সাংসদদের ভার্চুয়াল বৈঠকেও বলেছিলেন।
আর যেটুকু অন্তর্কলহ আছে তা মিটিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। তারপর সার্বিক পরিস্থিতি অভিষেকের কাছ থেকে জেনে নেন নেত্রী এই বৈঠকে।
সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব থেকে শুরু করে বড় প্রতিবাদের পথে নামতে চলেছেন অভিষেকরা।