ভুল তথ্য, মাদকের অপব্যবহার এবং বাস্তব এবং ভার্চুয়াল জগতের মধ্যে ভারসাম্য রক্ষা- দেশের যুবশক্তির সামনে এই তিন চ্যালেঞ্জ হিমালয়ের মত দাঁড়িয়ে রয়েছে।

এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। শুক্রবার এনসিসি এক অনুষ্ঠানে বক্তব্য পেশের সময় যুবশক্তির সামনে এই তিন চ্যালেঞ্জ জয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

‘মেক ইন ইন্ডিয়া’য় জোর দিচ্ছে সরকার। সেই রেশ ধরেই এ দিনও এনসিসি ক্যাডেটদের স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র ব্যবহারে উৎসাহিত করেন।

প্রধানমন্ত্রীর(PM) কথায়, ডিজিটাল প্রযুক্তি এবং তথ্য দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। তবে ‘এতে ভুল তথ্যের বিপদও রয়েছে’।

তিনি বলেন, ‘দেখতে হবে যে আমাদের দেশের সাধারণ মানুষ যেন কোনও গুজবের কবলে না পড়ে।’

নরেন্দ্র মোদী বলেছেন, ‘যুবশক্তির সামনে আরও একটি চ্যালেঞ্জ হল ভার্চুয়াল এবং বাস্তব জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। এর সমাধানে এনসিসি ক্যাডেটরা ভারসাম্যের একটি নীতি প্রণয়ন করতে পারেন যা অন্যদেরও সাহায্যে লাগবে।’

আসক্তি ও মাদক সম্পর্কে প্রধানমন্ত্রী(PM) বলেন, ‘আসক্তি কীভাবে তরুণ প্রজন্মকে ধ্বংস করতে পারে তা আপনারা সবাই জানেন।

তাহলে, যেসব স্কুল-কলেজে এনসিসি বা এনএসএস আছে, সেখানে কীভাবে মাদক(Alcohol) পৌঁছায়? একজন ক্যাডেট হিসেবে আপনাকে মাদক মুক্ত থাকতে হবে এবং আপনার ক্যাম্পাসকেও মাদকমুক্ত রাখতে হবে।’

এনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে মোদীর পরামর্শ, যারা এনসিসি-এনএসএস-এ নেই তাদের মাদক সেবন বা আসক্তি কাটাতে ক্যাডেটরা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন।