চালু হয়েছে নতুন ট্রাফিক আইন(New traffic rules)।

এবার থেকে গাড়ি চালানোর সময় গাফিলতি বা নিয়ম ভাঙলে ট্রাফিক পুলিশ (Traffic Police) আপনাকে ১ লক্ষ টাকার বেশি চালান ধরিয়ে দিতে পারে৷

ট্রাফিক নিয়ম (Traffic Rules) মেনে না চললে নয়া মোটর ভেহিকেল অ্যাক্ট (Motor Vehicle Act) অনুযায়ী, আপনার নামে ১.৪১ লক্ষ টাকার বেশি পর্যন্তও চালান কাটা যেতে পারে৷

সংশোধিত মোটর আইন ২০১৯ (New Motor Vehicles Act 2019- Amendment) লাগু হওয়ার পর এরকম কথা আগেও শোনা গেছে৷

নয়া নিয়ম অনুযায়ী, ট্রাক চালানোর সময় ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে ১,৪১,৭০০ টাকা পর্যন্ত চালান কাটা হতে পারে আপনার নামে৷

সেপ্টেম্বর ২০১৯-এ ওভারলোডিংয়ের জেরে দিল্লি থেকে রাজস্থানের একটি ট্রাকের উপরে ১,৪১,৭০০ টাকার চালান কাটা হয়েছিল বলে জানা যায়৷

পরে সেই ট্রাক মালিক রোহিনী কোর্টে গিয়ে চালান জমা করে দিয়েছিলেন৷

যেকোনো সাধারণ চালকের সঙ্গেই এরকম ঘটতে পারে ভুলের জন্য।

তাই আগামী দিনে গাড়ি চালানোর সময় ট্রাফিক রুলের উপর বিশেষ খেয়াল রাখতে হবে।

নয়া নিয়ম লাগু হওয়ার পর পুলিশ রাম কিশন(Ram Khishan) নামক এক ব্যক্তির নামে ২ লক্ষ ৫০০ টাকার চালান কেটেছে বলে জানা যায়৷ মোট টাকার অংকের মধ্যে ওভারলোডিংয়ের জন্য ৫৬,০০০ টাকা সামিল ছিল৷

ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৫০০০ টাকা, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য ১০,০০০ টাকা, পারমিট ভায়োলেশনের জন্য ১০,০০০ টাকা,

ইনস্যুরেন্সের জন্য ৪০০০ টাকা, পলিউশন সার্টিফিকেটের জন্য ১০,০০০ টাকা জরিমানা নেওয়া হয়েছিল রাম কিশনের কাছ থেকে৷

এছাড়া ট্রাকে করে ঢাকনা ছাড়া নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য ২০,০০০ টাকা, সিট বেল্ট না লাগানোর জন্য ১০০০ টাকার চালান কাটা হয়েছিল৷

এই ভাবে ট্রাফিক পুলিশ ২,০০,৫০০ টাকা চালান ধরিয়েছিল ওই ব্যক্তিকে৷

ওই চালকও রোহিনী কোর্টে জরিমানা জমা দেওয়ার পর ট্রাক ছাড়িয়ে আনতে পেরেছিলেন৷